উত্তর সিকিমে প্রচণ্ড বৃষ্টি ও ভূমি ধসে আটকা পড়েছেন ২ হাজার দেশি-বিদেশি পর্যটক। এর মধ্যে ২৩ জন বাংলাদেশি রয়েছেন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১৬ জুন) থেকে শুরু হওয়া এ বৈরি আবহাওয়ায় উত্তর সিকিম জেলার সদর দফতর মাঙ্গান থেকে চুংথাং পর্যন্ত রাস্তা আপাতত বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, এর ফলে বিভিন্ন জায়গায় আটকা পড়েছে প্রায় ৩৪৫টি গাড়ি ও মোটরবাইক।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন ধরে রাজ্যটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে রাজ্যটির বিভিন্ন এলাকা। অনেক স্থানে ভূমিধস হয়েছে। কোথাও কোথাও সড়ক ধসে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

বর্তমানে রাস্তায় ধসের কারণে উত্তর সিকিমের মনগন থেকে চুনথান পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হয়েছে। এর ফলে দেশি-বিদেশি পর্যটকরা আটকে পড়েছেন। এছাড়া, গ্যাংটক-নাথুলা রোডের ১৩ মাইল পানিতে ডুবে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাইলা খোলাতেও ভূমিধস হয়ে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ১ হাজার ৯৭৫ জন ভারতীয় পর্যটক এবং ৩৬ জন বিদেশি পর্যটক আটকে পড়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকান এবং ৩ জন সিঙ্গাপুরের নাগরিক।

ইতোমধ্যেই সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আটকে পড়া পর্যটকরা নিরাপদে রয়েছেন।