আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল যা পারেনি তাই করে দেখাল ব্রাইটন। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১২ জয় পাওয়া ম্যানচেস্টার সিটিকে দিল ড্র উপহার। ব্রাইটনের মাঠে বুধবার (২৪শে মে) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

চেনা আঙিনায় আক্রমণের পসরা মেলে উজ্জীবিত ফুটবল খেলল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। বল দখলে পিছিয়ে থাকলেও একের পর এক আক্রমণে চাপে রাখে সিটিকে। ম্যাচের শুরু থেকে আক্রমণ শাণানো ব্রাইটন ২০তম মিনিটে এগিয়েও যেতে পারত। ড্যানি ওয়েলবেকের ফ্রি কিক ক্রসবারে ঘেরে ফিরে আসে।

এর ৫ মিনিট পর পাল্টা আক্রমণে এগিয়ে যায় সিটি। দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ফিল ফোডেন। তবে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার সিটি।

৩২ মিনিটে কাওরো মিতোমা সিটি জালে বল পাঠালেও হাতে লাগায় বাতিল হয়। তবে ৩৮তম মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান এনসিসো। ২৫ গজ দূর থেকে তার ডান পায়ের জোরাল শটে বল দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জাল খুঁজে নেয়।

এরপর দুই দলই আর কোনো গোল পায়নি। তাতে মূল্যবান এক পয়েন্ট পেয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে ব্রাইটন।

৩৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাইটন। শেষ রাউন্ডে যাই ঘটুক না কেন, তাদের অবস্থানের পরিবর্তন হবে না। আর আগেই শিরোপা জেতা সিটি দুই পয়েন্ট হারালেও কোনো বড় ক্ষতির সম্মুখিন হয়নি।