আসন্ন পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বহু ‘ঘোমটা পরা’ প্রার্থী আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে যাবে না মির্জা ফখরুল এমন কথা বললেও দলটিতে উকিল সাত্তারের অভাব নেই। অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যোগাযোগ করছে। যেটা সময় হলেই টের পাওয়া যাবে’।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে চক্রান্ত ও ষড়যন্ত্রের নতুন খেলা শুরু হয়েছে। বিএনপি বুঝে গেছে, শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই। তাদের আন্দোলন বাংলাদেশের মানুষের কাছে কোনো সাড়া জাগাতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে’।

নির্বাচন কমিশনের অধীনে সিটি করপোরেশন নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ আসুক আর না আসুক নির্বাচন নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করে না। আওয়ামী লীগ দেশের জন্য, দেশের মানুষের উন্নতির জন্য রাজনীতি করে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন, মনের জোর কমে গেছে; গলার জোর বাড়ছে। এখন প্রতিনিয়ত অদ্ভুত অদ্ভুত কথা বার্তা বলছে। কখনো মনে হয়, ফখরুলের কথা শুনে বেপরোয়া গাড়ি চালকের মতো, ফখরুল বেপরোয়া চালক। ফখরুল যেভাবে পদযাত্রা করে পদ হারিয়ে যেভাবে চলছে, তাতে যেকোনো দুর্ঘটনা ঘটে যাবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, কানাডার আদালত রায় দিয়েছে তারা সন্ত্রাসী দল। আর বিএনপি বলে সন্ত্রাসী দল আওয়ামী লীগ। এখন সন্ত্রাস করবে, এজন্য আওয়ামী লীগকে সন্ত্রাস বলে শুরু করেছে। সন্ত্রাস তারা করবে, তার প্রস্তুতি নিচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।