সলঙ্গা ইউনিয়নে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রয়হাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, এ দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বগুড়া থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। পথে রয়হাটি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

রায়গঞ্জের ষোল মাইল ফায়ার সার্ভিসের অফিসার আশিকুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অপর ২জনকে উদ্ধার করে রায়গঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায় চিকিৎসক।