সিরিয়ার মধ্যাঞ্চলীয় মরুময় প্রদেশ হোমসে ইসলামিক স্টেট (আইএস) ভয়াবহ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ (শনিবার) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলার জন্য সেদেশের সরকার আইএসকে দায়ী করা হয়েছে বলেও জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। সবার মাথায় গুলির ক্ষত রয়েছে। মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় হোমস প্রদেশের আল-সোখনা শহরের দক্ষিণ-পশ্চিমে আইএসের জঙ্গিদের আক্রমণে ৫৩ জন নিহত হয়েছে।

এছাড়া নিহতদের ৪৬ জন বেসামরিক নাগরিক ও সাতজন সেনা সদস্য বলেও জানানো হয়েছে।