উত্তর সিরিয়া ও ইরাকের কুর্দি জঙ্গি ঘাঁটিতে রোববার বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এই হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ও কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব ঘাঁটি থেকে তুরস্কে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ তুলেছে আঙ্কারা।

গত সপ্তাহে ইস্তাম্বুলে বোমা হামলায় ছয়জন নিহত হন। ওই ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে অভিযোগ তোলে আঙ্কারা। এরপরই সংগঠনটির ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার ভোরে সামরিক বিমানের রাত্রিকালীন অপারেশনে উড্ডয়নের ছবি-সহ টুইট করে বলেছে, ‘হিসেবের সময় এসে গেছে’। এতে আরও বলা হয়েছে, যেসব বিশ্বাসঘাতক হামলা করেছে তাদের জবাবদিহি করা হবে।