সিরিয়ায় ফের সংঘাত শুরু হয়েছে। দেশটির আলেপ্পো শহরে বিদ্রোহী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) যোদ্ধাদের হামলার জবাবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পাল্টা আক্রমণ শুরু করেছে সরকারি বাহিনী। উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ খবর জানিয়েছে আল জাজিরা।

আলেপ্পো শহরে বিদ্রোহী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) যোদ্ধাদের হামলার জবাবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পাল্টা আক্রমণ শুরু করেছে সরকারি বাহিনী।

প্রতিবেদন মতে, সরকারি বাহিনী পূর্বে লক্ষ্যবস্তু ঘোষিত এলাকাগুলোতে হামলা শুরু করেছে। পাল্টা হামলা চালাচ্ছে বিদ্রোহীরাও। এটি সিরিয়ায় এখন পর্যন্ত দেখা সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদন মতে, প্রথমবারের মতো বিপুল সংখ্যক সরকারি সেনা আলেপ্পোর আশরাফিহ এবং শেখ মাকসুদ জেলায় অবস্থান নিয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ বেসামরিক লোক যুদ্ধ এলাকা ছেড়ে চলে গেছে। এছাড়া লক্ষাধিক মানুষ আটকা পড়েছে।

বিদ্রোহী এসডিএফ এরই মধ্যে তীব্র সংঘর্ষের ভিডিওও প্রকাশ করছে। প্রকাশিত কিছু ফুটেজে রাস্তায় বেসামরিক লোকদের আহত অবস্থায় দেখা যাচ্ছে। সরকারি সূত্র বলেছে, এসডিএফ ও সিরিয়ার সরকারের মধ্যে এখনও সরাসরি কোনো আলোচনা হয়নি। তবে তারা বলছে, তুর্কি ও মার্কিন প্রতিনিধি দল পরিস্থিতি শান্ত করার জন্য উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে।

উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে চলতি সপ্তাহে সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যা আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে গড়িয়েছে। সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী শেখ মাকসুদ ও আশরাফিহ জেলায় এসডিএফ অবস্থানগুলোতে আর্টিলারি দিয়ে বোমাবর্ষণ করছে। এসডিএফ জানিয়েছে, সিরিয়াক কোয়ার্টার বা হায় আল-সেরিয়ান-এর কাছে সিরিয়ার সেনাবাহিনীর সাথে তাদের বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, আলেপ্পো শহরের আশেপাশের এলাকায় এসডিএফের গোলাবর্ষণে কমপক্ষে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৪ জন আহত হয়েছে। বিপরীতে এসডিএফ জানিয়েছে, কুর্দি-সংখ্যাগরিষ্ঠ এলাকায় কমপক্ষে আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে তুরস্ক বলেছে, সিরিয়ার আহমেদ আল শারা সরকার চাইলে সাহায্য করতে প্রস্তুত আঙ্কারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, দামেস্ক সাহায্য চাইলে তুরস্কের সেনাবাহিনী এসডিএফ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়াকে ‘সহায়তা’ করতে প্রস্তুত।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সিরিয়ার লড়াইকে সমর্থন করে তুরস্ক। আঙ্কারা সিরিয়া পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে। সিরিয়া যদি সাহায্যের অনুরোধ করে, তাহলে তুরস্ক প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।