সিরিয়ার দামেস্ক বিমানবন্দর ও আশেপাশের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইলী সেনা বাহিনী। এতে সিরিয়ার পাঁচ সেনা নিহত ও অনেকে আহত হয়েছে। শনিবার (১৭ই  সেপ্টেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্স সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর দক্ষিণে অন্যান্য অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

রয়টার্স বলছে, সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের সরবরাহ লাইন ভেঙে দিতে এই হামলা চালানো হয়েছে। অবশ্য সিরিয়ায় এই হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

২০‌১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভের মধ্য দিয়ে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধ এক সময় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তি টেনে আনে। এখন পর্যন্ত দেশটির কয়েক লাখ মানুষ মারা গেছে এবং লাখো মানুষ গৃহহীন হয়েছে।

সম্প্রতি দেশটির পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হলেও ইসরাইল নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে। গত মাসে রাজধানী দামেস্ক ও দক্ষিণাঞ্চলের তারতুস প্রদেশে ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত হয়। এর আগে জুন মাসে ইসরাইলি বিমান হামলায় প্রায় দুই সপ্তাহের বন্ধ হয়ে যায় দামেস্ক বিমানবন্দর।