সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কমতে শুরু করেছে সুরমা নদীর পানি। সিলেট শহরসহ প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামছে ধীরগতিতে। সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা এবং যাদুকাটা নদীর পানিও কমছে।

সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জের নিন্মাঞ্চলের পানি আগের থেকে অনেক কমেছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। তবে, পানি কমা শুরু হলেও জনসাধারণের দুর্ভোগ কমেনি। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছে বন্যাকবলিতদের অনেকে। বাড়ছে পানিবাহিত নানা রোগ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হবে। আপাতত আর বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলেও জানিয়েছে তারা।

গত সপ্তাহ থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলা আকস্মিকভাবে পুরোপুরি প্লাবিত হয়। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন এসব এলাকার জনসাধারণ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেয়া তথ্যমতে, সুরমা, কুশিয়ারা, সারির সব কটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় এসব স্থানে পানির পরিমাণ কমেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ বলেন, বন্যার পানি আগের থেকে অনেক কমেছে। কোথাও ধীরে ধীরে আবার কোথাও দ্রুতগতিতে পানি কমছে। তা ছাড়া সিলেটে প্রচুর রোদ দেখা যাচ্ছে। এভাবে থাকলে পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাবে।