দু’দফা বন্যার রেশ কাটার আগেই আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে সিলেট অঞ্চলে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতের মেঘালয়-আসামে ভারী বর্ষণের ফলে ইতোমধ্যে সিলেটে বিপৎসীমা অতিক্রম করেছে সুরমা ও সুনামগঞ্জে যাদুকাটা নদীর পানি। ফলে দু’দফা বন্যায় সিলেট জেলার ১০ উপজেলাসহ নগরীর ৮ লক্ষাধিক বন্যাকবলিত মানুষ ঘুরে দাঁড়ানোর সংগ্রাম দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়ছে।

রোববার সন্ধ্যায় বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচে থাকা সুরমা নদী সোমবার(১ জুলাই) সকাল ৬টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। সকাল ৯টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মে মাসের শেষে এবং জুনের মাঝামাঝি সময়ে সিলেটজুড়ে বন্যা দেখা দেয়। প্রথমদফা বন্যা স্বল্প মেয়াদি হলেও আক্রান্ত হন ৯ লাখের মতো মানুষ। আর দ্বিতীয় দফার বন্যার পানি এখনো নামে নি পুরোপুরি। দ্বিতীয় দফার বন্যায় সিলেটের ১০ উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২৩টি ওয়ার্ড প্ল¬াবিত হয়। ৮ লাখের বেশি মানুষ দ্বিতীয় দফায়ও পানিবন্দী হয়ে পড়েন।

বন্যার পানি কমতে থাকায় ভেসে ওঠতে শুরু করেছে ক্ষতির চিত্র। অনেকের বাড়িঘর বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। অনেক গ্রামীন সড়ক ভেঙে গেছে। এদিকে বন্যার পানি কমে আসায় অশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম শুরু করেছে বানভাসিরা। পানি উন্নয়ন উজানের ঢলে সিলেট অঞ্চলে আবারও বন্যার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আবার নতুন করে বন্যার পূর্বাভাস দিশেহারা করে তুলেছে তাদের।

এদিকে, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিতে ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। হাকালুকি হাওরের পানি ধীর গতিতে কমায় তিন উপজেলার নিম্নাঞ্চলে বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এখনো পানিবন্দী রয়েছে নিম্নাঞ্চলের মানুষ। বাড়ছে খাদ্য সংকট। সেইসাথে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে।

অন্যদিকে, লালমনিরহাটে তিস্তা ও ধরলায় আবারো পানি বাড়তে শুরু করেছে। তলিয়ে যাচ্ছে ক্ষেতের ফসল। নদীপাড়ের লোকজন বন্যা আতংকে রয়েছেন। তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, কালিগঞ্জ উপজেলার ভোটমারী, শৌলমারী, চরবৈরাতী আদিতমারী উপজেলার চরগোবর্ধন, ব্যাপারিপাড়া, সদর উপজেলার হরিণচড়া, কালমটিসহ বেশকিছু এলাকার নিম্নাঞ্চলে পনি প্রবেশ করছে। তিস্তার পানি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া ব্যারেজে ৪৪টি জলকপাট খুলে দিয়েছে লালমনিরহাট পানি উন্নয়ণ বোর্ড।