সিলেটের জৈনà§à¦¤à¦¾à¦ªà§à¦°à§‡ টিলা ধসে à¦à¦•à¦‡ পরিবারের চার জন নিহত হয়েছেন। à¦à¦‡ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (৬ই জà§à¦¨) সকালে উপজেলার চিকনাগà§à¦² ইউনিয়নের সাতজনি à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ à¦à¦‡ দà§à¦°à§à¦˜à¦Ÿà¦¨à¦¾ ঘটে।
সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿà¦°à¦¾ জানান, টানা বৃষà§à¦Ÿà¦¿à¦ªà¦¾à¦¤à§‡à¦° ফলে টিলা ধসে à¦à¦•à¦Ÿà¦¿ কাà¦à¦šà¦¾à¦˜à¦°à§‡à¦° উপরে পড়ে। à¦à¦¤à§‡ ঘà§à¦®à¦¨à§à¦¤ অবসà§à¦¥à¦¾à§Ÿ মাটি চাপা পড়ে ঘটনাসà§à¦¥à¦²à§‡à¦‡ পরিবারের চার জন নিহত হন। আহত কয়েকজনকে উদà§à¦§à¦¾à¦° করে সিলেট à¦à¦®à¦à¦œà¦¿ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন, জà§à¦¬à§‡à¦° আহমদ (৩৫) , তার সà§à¦¤à§à¦°à§€ সà§à¦®à¦¿ বেগম (৩০), ৫ বছর বয়সি ছেলে সাফি আহমদ ও জà§à¦¬à§‡à¦° আহমেদের à¦à¦¾à¦¬à¦¿ শামীমারা বেগম (৪৮)।
জৈনà§à¦¤à¦¾à¦ªà§à¦° থানার à¦à¦¾à¦°à¦ªà§à¦°à¦¾à¦ªà§à¦¤ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ জানান, নিহতদের মরদেহ ময়না তদনà§à¦¤à§‡à¦° জনà§à¦¯ সিলেট à¦à¦®à¦à¦œà¦¿ ওসমানী হাসপাতালের মরà§à¦—ে পাঠানো হয়েছে।