জাতীয় পর্যায়ে গ্যাস সংকটের মুহুর্তে সুখবর মিললো সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপ থেকে। সেখানে আবারও গ্যাসের মজুদ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড-বাপেক্স। এই ক্ষেত্র থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিনুর ইসলাম জানান, কিছু কার্যক্রম শেষে শিগগিরই এই কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু করা যাবে। তিনি জানালেন, আগামী বছরের মধ্যেই উলে­খযোগ্য পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

সব প্রকল্প বাস্তবায়নের পর ২০২৫ সালের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড থেকে দৈনিক উৎপাদন ১৬৪ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে বলে ধারণা করছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।