সিলেটে সুরমা ও কুশিয়ারাসহ সব নদনদীর পানি কমেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে, স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সিলেট নগরীর পাশাপাশি উপজেলাগুলো থেকেও বন্যার পানি নেমে যাচ্ছে।

তবে এখনো ঘরে ফিরতে পারছেন না অনেকে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। বন্যাকবলিত লোকজনের মধ্যে পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে সিলেট জেলা সিভিল সার্জনের কার্যালয়।

এদিকে, সুনামগঞ্জে সুরমা, যাদুকাটা ও পাটলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে, জেলার নিম্নাঞ্চলে কিছু এলাকায় এখনো পানি রয়েছে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কৃষিখাতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ।