সিলেট ও সুনামগঞ্জের সৃষ্ট বন্যায় ২৮ হাজার হেক্টর আউশ ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ মঙ্গলবার (২১শে জুন) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে মালদ্বীপের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে তিনি এতথ্য জানান।
এসময় মন্ত্রী বলেন, এরমধ্যে সিলেটে ২২ হাজার ও সুনামগঞ্জে ৬ হাজার হেক্টর। এছাড়া কুড়িগ্রামে ৫৬ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ থেকে ৬ হাজার হেক্টর জমির শাক-সবজির ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এসময় ১ লক্ষ ৬০ হাজার হেক্টর বীজতলা শুরু করার কথা ছিলো এখন। বৃষ্টি না থামলে এটির ক্ষতির আশঙ্কা করছেন মন্ত্রী।
তিনি বলেন, আমনের ক্ষতি মোকাবিলার জন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বন্যায় আমন বেশি নষ্ট হলে রবি ফসল বাড়ানোর চেষ্টা থাকবে। বেশি ক্ষতি হলে কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার দেয়া হবে। মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়েছে ক্ষতি নিরুপন করে জানানোর জন্য।