চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তব্যে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে প্রতিষ্ঠানটির ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। সীতাকুণ্ড থানার এসআই আশরাফ সিদ্দিকী গতকাল (মঙ্গলাবার) রাতে এই মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মামলার আসামিরা সবাই ওই ডিপোর কর্মকর্তা। তাদের অবহেলায় ওই অগ্নি দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তবে আসামিদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে মামলার বাদী পুলিশ এসআই আশরাফ। মঙ্গলবার মামলা হলেও বুধবার দুপুর পর্যন্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার রাতে সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণে এখন পর্যন্ত ৯ ফায়ার সার্ভিস কর্মীসহ ৪৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যসহ আড়াই শতাধিক মানুষ। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।