চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় একটি কন্টেইনার ডিপোর সামনে তুলার গুদামে আগুন লেগেছে। আজ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছ।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিশ্চিত এ তথ্য নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের সদস্যরা ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। এখন পর্যন্ত সেখানে আগুন জ্বলছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা জানান, কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তুলার আগুন সহজে নেভে না। পুরোপুরি নির্বাপণে কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।

এছাড়া দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় লোকজন রয়েছে। স্থানীয়রা আগুন নেভাতে সহায়তা করছে। তবে উৎসুক জনতার ভিড় রয়েছে সেখানে।