চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু হয়েছে।

আজ (রোববার) সকালে এ উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

এরআগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে আলো স্বল্পতার কারণে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

গতকাল সীতাকুণ্ডে একটি বেসরকারি অক্সিজেন উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কারখানা ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ঘটনায় নিহত হয়েছে ৬ জন, আহত হয়েছে কমপক্ষে ২৬ জন। বিস্ফোণের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটিকে ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।