চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান স্বজনেরা। নিহত ৫৫ বছর বয়সী প্রভাষ লাল শর্মা উপজেলার ভাটিয়ারী এলাকার বাসিন্দা।
শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই প্ল্যান্ট ও পাশের তিনতলা অফিস ভবনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিস্ফোরণে আশেপাশের কয়েকশ’ ভবনের কাঁচের জানালা ভেঙে পড়ে। ধসে পড়ে অফিস ভবনের ইটের দেয়াল। তাছাড়া বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। আধ কিলোমিটার দূরেও ছিটকে পড়ে অসংখ্য লোহার টুকরো।
এ নিয়ে এ বিস্ফোরণের ঘটনায় ৭ জন মারা গেলেন। এ নিয়ে এ বিস্ফোরণের ঘটনায় ৭ জন মারা গেলেন। বিস্ফোরণে নিহত অন্য ছয়জন হলেন- সীতাকুণ্ড উপজেলার জাহানাবাদ এলাকার শামসুল আলম, ভাটিয়ারীর বাংলাবাজার এলাকার মো. ফরিদ, লক্ষ্মীপুরের কমলনগরের মো. সালাউদ্দিন, নেত্রকোনার কলমাকান্দার রতন লকরেট, নোয়াখালীর সুধারামের মো. কাদের মিয়া ও ফটিকছড়ির সেলিম রিচিল।