সীমান্তে মানুষ হত্যা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বুধবার দুপুরে (৮ই মে) পররাষ্ট্রমন্ত্রণালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে এক যোগে কাজ করছে ঢাকা-দিল্লি। আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রার ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হবে।

এসময় প্যালেস্টাইস ইস্যুতে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে দেশটির পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে আগামী সপ্তাহে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ডোনাল্ড লু’র সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরের মূল ইস্যু রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। এর আগে মন্ত্রণালেয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দেখা করেন ঢাকা সফররত যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রাভেলিয়ান।

আলোচনায় দুই দেশের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও ব্রিটেনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।