মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। নতুন নির্বাচনী আইনের অধীনে পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় এনএলডিকে বিলুপ্ত করা হবে বলে আজ (মঙ্গলবার) মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।
মিয়ানমারের টেলিভিশন চ্যানেল এমআরটিভির খবরে বলা হয়, ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে সেনা-সমর্থিত দলগুলোর বিরুদ্ধে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এনএলডির আগামীকাল (বুধবার) থেকে ‘স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল’ হয়ে যাবে।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা এনএলডিকে হটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর গত জানুয়ারিতে জান্তা সরকার কঠোর নতুন নির্বাচনী আইন করে। বলা হয় সব দলগুলোকে পুনরায় নিবন্ধন করতে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এনএলডি ছাড়া আরও ৪০টি রাজনৈতিক দল জান্তা সরকারের নতুন নির্বাচনী আইন অনুযায়ী নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। এসব দলগুলোকে বিলুপ্ত করা হবে।
এদিকে, জান্তা সরকারকে ক্ষমতাচ্যুত করতে ব্যাপক লড়াই চালাচ্ছে দেশটির গণতন্ত্রকামীরা। এর মাঝেই জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে নির্বাচনের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।