সুদানের পূর্বাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবারের ঘটনায় বিমানের সব ক্রু সদস্য নিহত হয়েছেন বলে দুই সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে। সোভিয়েত-নির্মিত ইলিউশিন আইএল-৭৬ ভারী পরিবহন বিমানটি লোহিত সাগর উপকূলীয় শহর পোর্ট সুদানের ওসমান দিঘনা বিমানঘাঁটিতে নামার চেষ্টা করার সময় দপ্রযুক্তিগত ত্রুটি’ দেখা দেয় বলে এক সামরিক সূত্র জানান।

তিনি পরিচয় গোপন রাখার শর্তে বলেন, বিমানটি অবতরণের সময়ই দুর্ঘটনায় পড়ে।আরেক সামরিক সূত্রও নিশ্চিত করে বলেন, দবিমানে থাকা সব ক্রু সদস্যই নিহত হয়েছেন। তবে ঠিক কতজন ছিলেন-সেটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

আইএল-৭৬ বিমানটি সুদানি সেনাবাহিনীর দীর্ঘদিনের পরিবহন বাহন, যা সরঞ্জাম ও সেনা মোতায়েনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঘটনাটি ঘটল এমন সময়ে, যখন সুদান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি মোকাবেলা করছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ে লিপ্ত। এতে এ পর্যন্ত কয়েক দশ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘাত অব্যাহত থাকায় আরো লাখো মানুষ মানবিক সহায়তার প্রয়োজনের মধ্যে রয়েছে।