যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ৫২ বাংলাদেশি। বৃহস্পতিবার (১১ই মে) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয় তাদের।

এর আগে গতকাল বুধবার পোর্ট সুদান থেকে সুদানের বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে জেদ্দায় আনা হয় ১৭৬ বাংলাদেশিকে। তাদের মধ্যে ৫১ বাংলাদেশিকে একটি ফ্লাইটে আজ দেশে ফেরানো হলো।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, দুইটি আলাদা ফ্লাইটে আজকালের মধ্যে আরও ৩৬৮ বাংলাদেশিকে সৌদি আরব থেকে দেশে ফেরার কথা রয়েছে ।

সুদানে ক্ষমতার দ্বন্দ্বে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এই অবস্থার মধ্যে দেশটিতে আটকে পড়ে প্রায় দেড় হাজার বাংলাদেশি। তাদের মধ্যে দেশে ফিরতে চেয়ে নিবন্ধন করা ৬৮০ জন বাংলাদেশিকে সুদানের রাজধানী খার্তুম থেকে নিরাপদে পোর্ট সুদানে নেয়া হয়।

এরপর গত সোমবার সুদান থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস বলছে, যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।