সুনামগঞ্জে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত দুজন আহতের খবর পাওয়া গেছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহা চক্রবর্তী (২১), সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৯) ও সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা সফিকুল ইসলাম (৪৫)। স্নেহা চক্রবর্তীর বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শহরের বাসায় ফিরছিলেন। আফসানা জাহান খুশি সুনমাগঞ্জ শহরের বাসিন্দা।
আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার লালরচর গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে ঐশি রানী পাল (১৮) ও সিএনজি চালক শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউড়ি গ্রামের রমজান আলীর ছেলে রশিদ আহমদ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। অটোরিকশাটি বাহাদুরপুর এলাকায় পৌঁছালে সিলেটের দিক থেকে আসা বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। এসময় থেঁতলে যায় ভেতরে থাকা যাত্রীরা। ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে শান্তিগঞ্জ উপজেলায় বাস রেখে চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, বাস-সিএনজির মুখোমুখি নিহতদের মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।