সুন্দরবনে নিষিদ্ধ জাল ও বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে নৌকা, জাল ও বিষসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। রোববার দুপুরে সুন্দরবনের ঘাগরামারী এলাকা থেকে আটক এ জেলেদের খুলনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বনবিভাগের পাস পারমিট নিয়ে বনের অভ্যন্তরে প্রবেশ করে নিষিদ্ধ বেহুন্দী জাল ও বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে তিন জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি নিষিদ্ধ বেহুন্দী জাল, একটি নৌকা, এক বোতল বিষ (কীটনাশক) ও কিছু পরিমাণ গাঁজা।
আটক জেলেরা হলেন খুলনা জেলার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের বেলাল খাঁন (৩২), একই ইউনিয়নের খেজুরিয়া গ্রামের ইস্রাফিল গাজী (৩৪) ও কয়রা উপজেলার তেঁতুলতলা গ্রামের আজিম গাজী (২৫)। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে খুলনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।