সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করার কথা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য জাতিকে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া। আজ রোববার (২৪শে নভেম্বর) শপথ গ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, যত চ্যালেঞ্জ আসুক সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সংগঠিত করতে আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা একটি ফ্রি ফেয়ার ভোটের জন্য অনেক সংগ্রাম করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছেন। আমি তাদের একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি বিশ্বাস করি আমি সেটা উপহার দিতে পারব। আমাদের যারা নতুন কমিশনার হয়েছেন তাদের সবাইকে নিয়ে একটি ফ্রি ফেয়ার নির্বাচন উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস।
আর এটি বাস্তবায়ন করতে দেশের সবার সহযোগিতা দরকার। দেশের জনগণ, রাজনীতিবিদসহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।