আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে প্রধান বাধা হচ্ছে বিএনপি। বিদেশি বন্ধুদেরও এটা বলেছিলাম আজ বিএনপি তা প্রমাণ করলো। শনিবার (২৯শে জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক জরুরি সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির একদফা আন্দোলন ছিল অগ্নিসংযোগ। তার প্রতিফলন ঘটিয়েছে গতকাল আর আজ। তারা সমাবেশের নামে গাড়ি ভাঙচুর করছে, অগ্নিসংযোগ চালাচ্ছে। পুলিশের উপর হামলা হচ্ছে, পথচারীরাও রক্ষা পাচ্ছে না।
তিনি বলেন, তারা হামলা চালিয়ে ১০ থেকে ১৫ জন পুলিশকে আহত করেছে। যুবলীগ নেতার হাতের কব্জি কেটে ফেলে দিয়েছে। ২০১৪ সালের পুনরাবৃত্তি শুরু করেছে বিএনপি। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ করে থাকতে পারে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশি বন্ধুদের এটা বোঝা উচিৎ। তারা (বিএনপি) শান্তি চায় না, বিশৃঙ্খলা চায়। সংঘাতে বিরুদ্ধে আমরা জনগণের জানমালের নিরাপত্তা মনে করেছি, বলেই শান্তি সমাবেশ করে, সতর্ক থেকেছি, থাকবো।
তারেক জিয়া লন্ডন বসে এই অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দিচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, তারেক কি আইনের ঊর্ধ্বে এবং তার প্রতিনিধিত্ব যারা করছে তারা কি আইনের ঊর্ধ্বে। তারা কিভাবে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে এমন কাজ করে বেড়াচ্ছে।