জাতীয় নির্বাচনের মতই দায়িত্বশীল হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে মাঠপ্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বুধবার (৩রা এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া ভোটের দিন সকালে উপজেলা পরিষদ নির্বাচনের ব্যালট পেপার দেয়া হবে বলেও জানান তিনি।