দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি জানান, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে শুধু দেশের নয়, বিদেশী পর্যবেক্ষকদেরও পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি। সবার সহযোগিতায় একটি ভালো নির্বাচন হবে বলে আশা প্রকাশ করে সিইসি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানান।