অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমফেসবুকে পোস্ট দিয়ে দেশজুড়ে এখন আলোচনায় লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এই বিতর্কের পর রোববার রাতে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলির প্রজ্ঞাপন জারি হয়েছে।
তাপসী তাবাসুম বলছেন, দেশের নাগরিক হয়ে দায়িত্বশীল জায়গা থেকে সঠিক কথাই বলেছেন তিনি।
তবে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে এমন মন্তব্য করা সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন, বলছেন সংশ্লিষ্টরা।
তাপসী তাবাসসুম উর্মি, রোববার পর্যন্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সরকারি কর্মকর্তা হয়েও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শনিবার একটি পোস্ট দেন, নিয়ে রোববার সারাদেশে আলোচনা-সমালোচনা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও মিলেছে তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে।
ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে সরকারি এই কর্মকর্তা আবারও তার অবস্থান পরিস্কার করেন। তার মতে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি দেশের সরকার হিসেবে আছে। জুলাই হত্যাকাণ্ড তদন্ত সাপেক্ষ, মীমাংসিত সত্য নয় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বললেন, তাপসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার বিষয়ে এখন সব সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে।
তাপসী তাবাসসুমের ফেসবুক পোস্ট সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।