সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিকসহ তিনজন নিহত হয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার দরগার পাড় এলাকায় আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পয়ঃনিষ্কাশনকর্মী মিঠু (২২), আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানার শ্রমিক মোহাম্মদ আলী ও রাকিব।

ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মকর্তা এমদাদুল হক সাংবাদিকদের বলেন, কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিখোঁজ হয়। পরে আমরা মরদেহ উদ্ধার করেছি।

সাভার ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মো. আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, সেপটিক ট্যাংক থেকে রাত সাড়ে ৯টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সেপটিক ট্যাংকে আটকে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পুলিশ এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।