ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২০২৩ সালের ৯ থেকে ১০ই সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে বাংলাদেশকে ‘অতিথি রাষ্ট্র ‘ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বহি:প্রচার অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ কথা জানান। তবে প্রধানমন্ত্রীর জাপান সফরের এখন দিনক্ষণ ঠিক হয়নি বলেও জানান সেহেলী সাবরীন।

এদিকে আগামী ৫ থেকে ৯ই মার্চ পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে কাতার সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে।