আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। সোমবার কর্মসূচি পালন করবে জোটটি। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ১৪ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। এছাড়া জোটের অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারাও সমাবেশে যোগ দেবেন।

১৪ দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াত অপশক্তির প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন, যানবাহনে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। এতে কেন্দ্রীয় ১৪ দলের নেতা, মন্ত্রিপরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন।