আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গি সংগঠন আল-শাবাবের হামলায় অন্তত ১০ জন নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করেছে বার্তামাধ্যম আরবনিউজ। আল-শাবাব একটি আল-কায়েদাভিত্তিক জঙ্গি সংগঠন।

গতকাল (মঙ্গলবার) মোগাদিসুর আবদিয়াসিজ জেলায় একটি বাড়িতে হামলা চালায় আল-শাবাব। এই হামলায় ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এই ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব।

হামলার সময় সোমালিয়ার নিরাপত্তাকর্মীরা হামলার শিকার বাড়িটিসহ আশপাশের বাড়িতে আটকেপড়া বাসিন্দাদের উদ্ধার করে। বর্তমানে সোমালিয়ার প্রত্যন্ত অঞ্চলের বিরাট অংশ আল-কায়েদা সমর্থিত আল-শাবাবের নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদ আলী নামে একজন সৈনিক বলেছেন, হামলাকারীরা “বিস্ফোরক দিয়ে মূল ফটকে বিস্ফোরণের পর ভবনে হামলা চালায়।