পবিত্র ঈদুল ফিতরের নামাজ এক সঙ্গে আদায় করেছেন সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকরা। নামাজ শেষে জাহাজের ডকে এক সঙ্গে ছবিও তুলেছেন তারা। বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১১টায় জাহাজের ডকে নামাজ আদায় করেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমভি আবদুল্লাহ বর্তমানে সোমালীয় জলসীমায় অবস্থান করছে। সোমালিয়াসহ ওই অঞ্চলের দেশগুলোতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায়ের জন্য এদিন নাবিকদের জাহাজের ডকে যাওয়ার সুযোগ দেয় দস্যুরা। এছাড়া ঈদ উপলক্ষে নাবিকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় বলেও জানা গেছে।

জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জাহাজের নাবিকরা ঈদের নামাজ জাহাজেই আদায় করেছেন। তারা ভালো আছেন। আমরা কম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশাকরি যত দ্রুত সম্ভব প্রতীক্ষার অবসান হবে এবং সংকট নিরসন হবে।

উল্লেখ্য, মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাইয়ে যাওয়ার পথে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে জলদস্যুদের কবলে পড়ে ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ।