উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বি‌কেল ৩টা ৪২ মিনিটে আ‌লোচনা সভার মঞ্চে আসন গ্রহণ করেন আওয়ামী লীগ সভানেত্রী।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জুবিলির এই আয়োজনের শিরোনাম দেওয়া হয়েছে- ‘গৌরবময় পথ চলার ৭৫ বছরে আওয়ামী লীগ, সংগ্রাম, সংকল্প, সততা, শপ‌থে জনগ‌ণের সা‌থে’।

এর আগে সকাল থেকে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানী ছাড়াও আশপাশের জেলা থেকেও মানুষ আসছে। রঙিন পোশাক, মাথায় ক্যাপ, হাতে ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন কর্মীরা। তাতে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায়।

প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন করতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। বেলা সাড়ে তিনটায় সমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে সকাল থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে।