রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনে আলেম ওলামা ও জনতার ঢল নেমেছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে ভোর থেকেই আলেম-ওলামাসহ সাধারণ মানুষের সম্মেলনস্থলে আসতে থাকেন।
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে ঘুরে দেখা গেছে, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে দোয়েল চত্বর, রাজু ভাস্কর্য থেকে শাহবাগ রাস্তা বন্ধ। রাজু ভাস্কর্য থেকে জগন্নাথ হল, রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেতের রাস্তায় বন্ধ নয় তবে রয়েছে জ্যাম।
সমাবেশে হাজার হাজার মানুষ সমবেত হওয়ায় মন্দিরের সামনে দিয়ে সমাবেশে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। মুসল্লির তুলনায় জায়গা কম হওয়ায় যত্রতত্র বিশ্রাম করছেন মুসল্লিরা। অনেকে জায়গা না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের স্থানে আশ্রয় নিয়েছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন সড়কে গাড়ি রাখায় রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার এরিয়া ঘুরে দেখা যায়, সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে গাড়ি। অনেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
গত রোববার এক বিবৃতিতে জানানো হয়, ওলামা-মাশায়েখদের উদ্যোগে মঙ্গলবার ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতাকে যোগ দেওয়ার আহবান জানানো হয়।