সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’। দলটির চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে এ সমাবেশের আয়োজন করে দলটি। আজ (শনিবার) দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়। বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

শনিবার সকাল থেকেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশে অংশ নিতে কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ থেকেও নেতাকর্মীরা এসেছেন। রাজধানীর বাইরে থেকে আসা নেতাকর্মীদের মৎস্য ভবন, সেগুনবাগিচা, কাকরাইল, বিজয়নগর এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এরপর সেখান থেকে মিছিলযোগে সমাবেশে শরিক হচ্ছেন তারা।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশে থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন তিনি। দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখার সময় সমাবেশ চলছিল। সোয়া দুইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যেম শুরু হয় সমাবেশ।

এদিকে, বিএনপি সমাবেশ থেকে কর্মসূচি দিলেও গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য জোট ও বিরোধী দলগুলো নিজ-নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে।

গণতন্ত্র মঞ্চ বিকাল সাড়ে চারটায় পল্টনের মেহেরবা প্লাজায় সংবাদ সম্মেলন করবে। এছাড়া ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম-পিপলস পার্টি, গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমও কর্মসূচি দেবে আজ।