নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। সোমবার (৩১ জুলাই) এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পক্ষ থেকে নয়া পল্টনে জনসভা করার কথা শুরুতে জানানো হলেও শেষ পর্যন্ত ডিএমপির সঙ্গে আলোচনা সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় এই জনসমাবেশ শুরু হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন ও পরবর্তী কর্মসূচি জানাবেন।

উল্লেখ্য, সারা দেশের জেলা এবং মহানগরেও এ দিন জনসমাবেশ করবে বিএনপি।