à¦à¦¾à¦°à¦¤à§‡ গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° হওয়া বনানী থানার বরখাসà§à¦¤ হওয়া পরিদরà§à¦¶à¦• (তদনà§à¦¤) à¦à¦¬à¦‚ ই অরেঞà§à¦œ কেলেংকারির অনà§à¦¯à¦¤à¦® নায়ক সোহেল রানার সঙà§à¦—ে দেখা করতে গিয়ে গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° হয়েছেন à¦à¦• বাংলাদেশি। à¦à¦¾à¦°à¦¤à§€à§Ÿ সংবাদমাধà§à¦¯à¦®à§‡ টিà¦à¦¿ নাইনের খবরে বলা হয়েছে ঠকথা।
ওই খবরে বলা হচà§à¦›à§‡ আটক বাংলাদেশির নাম মোহামà§à¦®à¦¦ বাহারà§à¦²à¥¤ তিনি সোহেল রানার সঙà§à¦—ে দেখা করতে গিয়ে শিলিগà§à¦¡à¦¼à¦¿ পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° জালে আটক হয়েছেন।
গà§à¦°à¦¾à¦¹à¦•à§‡à¦° কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ই-কমারà§à¦¸ পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান ই-অরেঞà§à¦œà§‡à¦° মালিক সোনিয়া মেহজাবিনের আপন à¦à¦¾à¦‡ ও পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ানটির পৃষà§à¦ পোষক বলে পরিচিত বনানী থানার পরিদরà§à¦¶à¦• (তদনà§à¦¤) সোহেল রানা।
উলà§à¦²à§‡à¦–à§à¦¯, চলতি মাসের শà§à¦°à§à¦° দিকে মেখলিগঞà§à¦œ সীমানà§à¦¤ দিয়ে à¦à¦¾à¦°à¦¤à§‡ পà§à¦°à¦¬à§‡à¦¶à§‡à¦° পর à¦à¦¾à¦°à¦¤-নেপাল সীমানà§à¦¤ à¦à¦²à¦¾à¦•à¦¾ থেকে বিà¦à¦¸à¦à¦«à§‡à¦° হাতে আটক হন সোহেল রানা। তবে তাকে আটকের সময় তার পরিচয় জানতো না বিà¦à¦¸à¦à¦«à¥¤ আটকের পর জানা যায় সোহেল রানার পরিচয়।
টিà¦à¦¿ ৯ লিখেছে, পà§à¦²à¦¿à¦¶ সূতà§à¦°à§‡ জানা গেছে, মোহামà§à¦®à¦¦ বাহারà§à¦² গত ৯ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° à¦à¦¾à¦°à¦¤à§‡ যান। শিলিগà§à¦¡à¦¼à¦¿à¦¤à§‡ কয়েকদিন থেকে তিনি কলকাতা যাচà§à¦›à§‡à¦¨ জানিয়ে হোটেল ছেড়ে চলে যান। à¦à¦° দিন তিনেক পর ফিরে আসেন তিনি। জানান গৌহাটি থেকে ফিরছেন তিনি। তিনি বাংলাদেশের বাসিনà§à¦¦à¦¾ à¦à¦¬à¦‚ তার কাছে বৈধ পাসপোরà§à¦Ÿà¦“ রয়েছে। পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° ধারণা সোহেল রানাকে কোনো বারà§à¦¤à¦¾ পৌà¦à¦›à§‡ দিতে বা সোহেল রানার কাছ থেকে কোনো গোপন তথà§à¦¯ জানতেই তিনি শিলিগà§à¦¡à¦¼à¦¿ à¦à¦¸à§‡à¦›à¦¿à¦²à§‡à¦¨à¥¤ তাকে জিজà§à¦žà¦¾à¦¸à¦¾à¦¬à¦¾à¦¦ চালাচà§à¦›à§‡ পà§à¦²à¦¿à¦¶à¥¤
সোহেল রানাকে দেশে ফেরাতে বাংলাদেশ থেকে তিনদফায় চিঠি দেওয়া হয়েছে। সরà§à¦¬à¦¶à§‡à¦· দিলà§à¦²à¦¿à¦¤à§‡ অবসà§à¦¥à¦¿à¦¤ নà§à¦¯à¦¾à¦¶à¦¨à¦¾à¦² সেনà§à¦Ÿà§à¦°à¦¾à¦² বà§à¦¯à§à¦°à§‹à¦•à§‡ (à¦à¦¨à¦¸à¦¿à¦¬à¦¿) চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পà§à¦²à¦¿à¦¶à¥¤ তবে à¦à¦¾à¦°à¦¤à§‡à¦° দিক থেকে à¦à¦–নও কোনো সাড়া পাওয়া যায়নি।
à¦à¦° আগে বাংলাদেশ পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° à¦à¦¨à¦¸à¦¿à¦¬à¦¿ শাখা থেকে গত ৫ সেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° পà§à¦°à¦¥à¦® ও ৠসেপà§à¦Ÿà§‡à¦®à§à¦¬à¦° দà§à¦¬à¦¿à¦¤à§€à§Ÿ দফায় অতিরিকà§à¦¤ তথà§à¦¯ সংযà§à¦•à§à¦¤ করে চিঠি পাঠানো হয়।
গত ১ৠআগসà§à¦Ÿ অগà§à¦°à¦¿à¦® অরà§à¦¥ পরিশোধের পরও মাসের পর মাস পণà§à¦¯ না পাওয়ায় ই–অরেঞà§à¦œà§‡à¦° বিরà§à¦¦à§à¦§à§‡ মামলা করেন পà§à¦°à¦¤à¦¾à¦°à¦£à¦¾à¦° শিকার গà§à¦°à¦¾à¦¹à¦• মো. তাহেরà§à¦² ইসলাম। ওই সময় তার সঙà§à¦—ে পà§à¦°à¦¤à¦¾à¦°à¦£à¦¾à¦° শিকার আরও ৩ৠজন উপসà§à¦¥à¦¿à¦¤ ছিলেন। গà§à¦°à¦¾à¦¹à¦•à§‡à¦° ১ হাজার ১০০ কোটি টাকা আতà§à¦®à¦¸à¦¾à¦¤à§‡à¦° অà¦à¦¿à¦¯à§‹à¦—ে ওই মামলা হয়। আসামিরা হলেন ই–অরেঞà§à¦œà§‡à¦° মালিক সোনিয়া মেহজাবিন, তার সà§à¦¬à¦¾à¦®à§€ মাসà§à¦•à§à¦° রহমান, আমানউলà§à¦²à§à¦¯à¦¾à¦¹, বিথী আকà§à¦¤à¦¾à¦°, কাউসার আহমেদ à¦à¦¬à¦‚ পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° বনানী থানার পরিদরà§à¦¶à¦• সোহেল রানা।
শà§à¦°à§ থেকেই ই–অরেঞà§à¦œà§‡à¦° সঙà§à¦—ে নিজের সংশà§à¦²à¦¿à¦·à§à¦Ÿà¦¤à¦¾à¦° অà¦à¦¿à¦¯à§‹à¦— অসà§à¦¬à§€à¦•à¦¾à¦° করে আসছিলেন তিনি। তবে অরেঞà§à¦œ বাংলাদেশ নামে পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ান খà§à¦²à¦¤à§‡ নেওয়া টিআইà¦à¦¨ সনদে পরিচালক হিসেবে সোহেল রানার নাম দেখা যায়। পà§à¦°à¦¤à¦¿à¦·à§à¦ ানটি থেকে বিà¦à¦¿à¦¨à§à¦¨ সময়ে আড়াই কোটি টাকা তà§à¦²à§‡ নেওয়ার অà¦à¦¿à¦¯à§‹à¦—ও রয়েছে তার বিরà§à¦¦à§à¦§à§‡à¥¤