টিসিবির জন্য দুইবারে ১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এ জন্যে খরচ হবে প্রায় ২০৫ কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয় করার প্রস্তাবেরও অনুমোদন দেয়া হয়েছে। তিনটি কোম্পানি থেকে মসুর ডালগুলো কেনা হবে।

বুধবার (১৭ই আগস্ট) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব গুলো অনুমোদন দেয়া হয়।  বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক। তিনি বলেন, সভায় উত্থাপিত ১৬টি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

তিনি আরও বলেন প্রথম লটে ১৭৩ টাকা ৯৫ পয়সায় লিটার দরে সুপার অয়েল রিফাইনারির কাছ থেকে ৪০ লাখ লিটার এবং বাকি ৮৫ লাখ লিটার ১৭১ টাকা দরে বসুন্ধরা, সুনসিং এডিবল অয়েল ও সিনহা এডিবল অয়েলের কাছ থেকে কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এ ছাড়া স্থানীয় একাধিক কোম্পানির কাছ থেকে ১১১ টাকা কেজিতে ৫ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আবদুল বারিক আরও বলেন, সভায় ১৬টি প্রস্তাব উপস্থাপন করলে সবগুলো প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ৭টি, শিল্প মন্ত্রণালয়ের ৪টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি প্রস্তাবনা ছিল।