সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাগণকে আহত বাংলাদেশী নাগরিকদের চিকিৎসার সকল প্রকার উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২৭শে মার্চ) ওমরাহ পালন করতে মক্কা নগরীতে যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ৪৭ জন ওমরাহ যাত্রীর বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায় এবং আগুন লেগে যায়। এতে বাংলাদেশিসহ অন্তত ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। বাসটিতে মোট বাংলাদেশি ছিলেন ৩৫ জন, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

নিহতদের মধ্যে মোট কতজন বাংলাদেশি তা এখনও নিশ্চিত নয়, কারণ বাসটি উল্টে আগুন ধরায় বহু দেহ পুড়ে বিকৃত হয়েছে। তবে নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।