এক সপ্তাহে ১১ হাজার বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবাসন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। একটি সরকারি প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়, ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত সৌদির আবাসন নিয়ম লঙ্ঘনের অভিযোগে মোট ছয় হাজার ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টার জন্য দুই হাজার ৮৫২ জনকে এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক হাজার ৫২১ জনকে গ্রেফতার করেছে সৌদি সরকার।

সরকারি ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩০ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপিয়ান এবং ১০ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধ বিদেশী নাগরিকদের পরিবহন এবং আশ্রয় প্রদানসহ সৌদি আরবে অবৈধ প্রবেশে যারা সহায়তা করছে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল (২৬০,০০০ ডলার) পর্যন্ত জরিমানা ও যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে।