সেমিফাইনালে যেতে বাকি ম্যাচে শুধু জয় নয়, সেই জয়ে থাকা লাগবে বিরাট ব্যবধান। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাকিদের ফলের দিকেও! তাই স্কটল্যান্ডকে ৬.৩ ওভারে ৮ উইকেটে হারিয়ে ‘সম্ভাবনা’ বাঁচিয়ে রেখেছে বিরাট কোহলির দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-২- এ পয়েন্ট টেবিলের যা অবস্থা। তাতে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের সমান সুযোগ আছে শেষ চারে যাওয়ার। পয়েন্ট সমান হয়ে গেলে সেক্ষেত্রে রান রেটই ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবে। নিউজিল্যান্ড নামিবিয়াকে হারালেও আফগানিস্তানের রান রেট টপকে যেতে পারেনি। প্রতিপক্ষকে অল্পতে রুখে সেই কাজটা ভারত করে ফেললো সুচারুরূপে! ৮১ বল বাকি রেখে পাওয়া জয়ে ৪ পয়েন্ট প্রাপ্তির সঙ্গে রান রেটেও তারা পেছনে ফেলেছে গ্রুপের সবাইকে!

পাকিস্তান আগেই সেমি নিশ্চিত করেছে ৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে। তাদের রান রেট ১.০৬৫। নিউজিল্যান্ড ৪ ম্যাচে ৬ পয়েন্ট পেলেও তাদের রান রেট ১.২৭৭। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারতের রান রেট এখন ১.৬১৯। সমান ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া আফগানদের রান রেট ১.৪৮১।

তবে রবিবার নিউজিল্যান্ড আফগানদের হারিয়ে দিলে তখন আর এই হিসেব-নিকেশ কাজে আসবে না। শুধু পয়েন্টের বিচারে কিউইরা নিশ্চিত করবে সেমিফাইনাল। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা হওয়ায় শেষটা কে কল্পনা করতে পারে? তাই সম্ভাবনার দুয়ার খুলে রাখতে নিজেদের কাজটা করে রাখছে ভারতীয় দল।

সেই কাজের অর্ধেকটা হয়ে যায় টস ভাগ্যেই! কোহলির জন্মদিনে টস জেতা ভারত স্কটিশদের রুখে দেয় মাত্র ৮৫ রানে। তাও আবার ১৭.৪ ওভারে! বুমরাহ, সামি ও জাদেজার নৈপুণ্যেই দিশেহারা হয়ে যায় স্কটল্যান্ড।

৩.৪ ওভারে ২টি উইকেট নিয়ে সবচেয়ে বেশি মিতব্যয়ী ছিলেন জসপ্রীত বুমরাহ। ১ মেডেনে দিয়েছেন ১০ রান। পাশাপাশি ভারতের হয়ে এই ফরম্যাটের সর্বোচ্চ উইকেট শিকারিও হয়ে গেছেন। এছাড়া ৩ ওভারে ১৫ রানে ৩টি নেন মোহাম্মদ সামি, ৪ ওভারে সমান রান দিয়ে তিনটি নেন রবীন্দ্র জাদেজাও। ম্যাচসেরাও তিনি। একটি নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

রান রেট ভাবনায় দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা ছিলেন বিধ্বংসী। ৫ ওভারেই তারা তুলে ফেলে ৭০ রান। ৫ চার ও এক ছক্কায় ৩০ রান করা রোহিতকে ফেরানো গেলেও রাহুল ঝড় থামানো যায়নি তার ফিফটির আগ পর্যন্ত। ১৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় এই ওপেনার তুলে নেন ঝড়ো হাফসেঞ্চুরি। ষষ্ঠ ওভারে হুইল তাকে ম্যাকলয়েডের ক্যাচ বানালেও সূর্কুমার যাদব ৬.৩ ওভারে ছয় মেরে নিশ্চিত করেন ভারতের কাঙ্ক্ষিত জয়। ২ উইকেট হারিয়ে পাওয়া জয়ে ২ রানে ক্রিজে ছিলেন অধিনায়ক কোহলি।