রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে ঘোরাঘুরির পর স্ত্রী লিপি বেগম (২৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের বরুরিয়া গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে।
নিহত লিপি বেগমের বাবার বাড়ি একই উপজেলার সাজুরিয়া গ্রামে।
আটক স্বামী মো. রুবেল সরদার একই গ্রামের ওকুল সরদারের ছেলে। রুবেল মাদকাসক্ত ছিলেন বলে জানিয়ছেন স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসী জানান, সকালে রুবেল তার স্ত্রীকে নতুন কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে এলাকায় ঘুরে বেড়ানোর পর নিজ ঘরে থাকা হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেন।
তারা আরও জানান, রুবেল মাঝেমধ্যে গ্রামে পাগলামি করে বেড়াত।
মাছপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোন্তাজ উদ্দীন খান বলেন, এলাকায় মাদকাসক্ত ও মানসিক রোগী হিসেবে পরিচিত রুবেল। সকাল সাড়ে ৭টার কিছুক্ষণ পর সে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। রুবেলের তিন সন্তান রয়েছে।