স্প্যানিশ লা লিগায় করিম বেনজেমার পেনাল্টি মিসে ঘরের মাঠে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার সাথে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠে শুরুতেই কিছুটা অগোছালো ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। তবে অ্যনচেলত্তির শিষ্যরা নিজেদের গুছিয়ে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি। ২৯তম মিনিটে দানি কাবালোসের পাস থেকে গোলের উদ্দেশ্যে শট নিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ওসাসুনার গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। পরের মিনিটে আবারও আক্রমণে উঠে তারা। তবে এবার তা বাধা পায় রক্ষণেই।

মিনিট দশেক বাদেই প্রতিপক্ষের ওপ চাপ বাড়ানোর সুফল পায় মাদ্রিদ। ৪১তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস ডি-বক্সের বেশ দূর থেকে চোখধাঁধানো এক শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। কিন্তু, সেই লিড বিরতির পর ধরে রাখতে পারেনি রিয়াল।

ম্যাচের ৫০ মিনিটে কিকের গোলে সময়তায় ফিরে ওসানুসা। অবশ্য, এরপরও গোলের সুযোগ পেয়েছিলো ইউরোপ চ্যাম্পিয়নরা। পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি। চোট সেরে দলে ফিরেই স্পটকিকে গোল করতে ব্যর্থ হোন করিম বেনজেমা।

ম্যাচের ৭৮ মিনিটে ওসাসুনা দশজনের দলে পরিণত হয়। এরপরও তাদের রক্ষণে চির ধরাতে পারেনি রিয়াল। ফলে, টানা ছয় ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাতে হয় শিরোপাধারীদের।

৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে লস ব্লাংকোসরা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।