স্প্যানিশ ফুটবল লিগে আজ (শনিবার) রাতে মুখোমুখি হবে বার্সেলোনা এবং স্বাগতিক এলচে ফুটবল ক্লাব। এছাড়া রাতে মাঠে নামবে সেভিয়া ও কাদিজ।

নিজেদের গত ৪ ম্যাচে টানা জয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ১২ পয়েন্ট এগিয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে কাতালান জায়ান্টরা। এই ম্যাচে জয় পেলে শিরোপা জয়ের দৌড়ে আরেক ধাপ এগিয়ে যাবে দলটি।

তাই এলচের বিপক্ষে জয়ে লক্ষ্যেই মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। অন্যদিকে, কাদিজের মুখোমুখি হবে পয়েন্ট ১৪ নম্বরে থাকা সেভিয়া। আরেক ম্যাচে এস্পানিওল লড়বে জিরুনার বিপক্ষে