নারায়ণগঞ্জে এক নারীর তিন জমজ সন্তান জন্ম নেওয়ার পর তাদের নাম পদ্মা সেতুর নামে ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নাম রাখায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। উপহারসামগ্রীও পাঠিয়েছেন তিন নবজাতকের জন্য। তাঁর সেই অভিনন্দন বার্তা ও উপহার নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক ছুটে যান নবজাতকদের বাড়ি। জানান প্রধানমন্ত্রীর সেই শুভেচ্ছা বার্তা।

আজ সোমবার বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলাম অপুর বাড়িতে আসেন শামীম মুসফিক। সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা। এসময় প্রধানমন্ত্রীর উপহার এক ভরি করে তিনটি পৃথক সোনার চেইন, ফুল, ফলমূল ও জামাকাপড় তিন জমজ শিশুর পরিবারকে তুলে দেয়া হয়।

অপুর স্ত্রী এ্যানি বেগম ওই সময় তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। এ সময় নবজাতকদের পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়।

তিন নবজাতকের বাবা অপু জানান, ‘ প্রধানমন্ত্রী আমার তিন সন্তানের নাম স্বপ্নের পদ্মা সেতুর নামে রাখা হয়েছে জানতে পেরে তিনি আজ (সোমবার) বিকেলে সন্তানদের জন্য উপহারসামগ্রী পাঠিয়েছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি যেন দীর্ঘজীবী হন এবং দেশের মানুষের জন্য আরো কাজ করে যেতে পারেন।’