মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরাই বাংলা নববর্ষ উদযাপন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ (শুক্রবার) সকালে নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের শোভাযাত্রার আগে রাজধানীর বাহাদুর পার্কে সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘পহেলা বৈশাখসহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল এখনো আছে। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন বৈশাখ উদযাপন করা হবে। বৈশাখ আত্মপরিচয় প্রকাশ করার দিন, অন্যদিকে অসাম্প্রদায়িক চেতনা প্রকাশের দিন। উৎসবমুখর পরিবেশে বাঙালি পয়লা বৈশাখ উদযাপন করছে। বাঙালির চেতনার ইতিহাস ঐতিহ্যের ঠিকানা পহেলা বৈশাখ’।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা হচ্ছে পহেলা বৈশাখ। প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা গজাচ্ছে।
এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পরে ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ছাড়াও দলের সিনিয়র নেতাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।