শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। আজ (সোমবার) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলের সমতায়। অতিরিক্ত সময়েও খেলার স্কোর থাকে অপরিবর্তিত। পরে টাইব্রেকারে ৪-১ গোলে জিতে শিরোপা নিজেদের করে নেয় বসুন্ধরা।
আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমে লিড নেয় বসুন্ধরা। প্রথম মিনিটেই মিগুয়েল ফিগেরার গোলে এগিয়ে যায় দলটি। দশম মিনিটে দ্বিতীয় গোল পেয়েই গিয়েছিল বসুন্ধরা। তবে রেজা খান জাদের হেড ক্রসবারে আঘাত করে। পরের মিনিটে ফিগেরার শট ঠেকিয়ে দেন শেখ রাসেল গোলরক্ষক।
তবে সমতায় ফিরতে বেশি সময় লাগেনি শেখ রাসেলের। ১২তম মিনিটেই শেখ রাসেলকে ম্যাচে ফেরান এমফন উদোহ। গোললাইনের ওপর থেকে মনির আলমের তুলে দেওয়া বলে ছয় গজ বক্সের মধ্য থেকে হেডে লক্ষ্যভেদ করেন উদোহ।
৩০তম মিনিটে বসুন্ধরার তারেক গাজী পেনাল্টি বক্সের মধ্যে বাপুকোকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় শেখ রাসেল। স্পটকিক থেকে গোল করে চার্লস দিদিয়ের ব্যবধান ২-১ করেন। ৪৩তম মিনিটে শেখ রাসেলের ইয়াসিন খান রবসন রবিনহোকে ফাউল করলে পাল্টা পেনাল্টি পেয়ে যায় বসুন্ধরা। স্পটকিক থেকে গোল করে বসুন্ধরাকে সমতায় ফেরান রবসন।
দ্বিতীয়ার্ধে আর কোনও গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে জমাট রক্ষণ ভাঙতে পারেনি কোনো দল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম চারটি শটেই কিংসের হয়ে গোল করেন রোবিনহো, দরিয়েলতন, রেজা খানজাদেহ ও আনিসুর রহমান। কিন্তু শেখ রাসেলের প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন সোহেল রানা। দ্বিতীয় শটে হেমন্ত ভিনসেন্ট সফল হলেও তৃতীয় শটে খালেকুজ্জামানকে আটকে দেন আনিসুর রহমান। এতেই শিরোপা উৎসবে মাতে বসুন্ধরা কিংস।