রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এতথ্য জানান।
এর আগে, আজ (সোমবার) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। স্বাস্থ্য পরীক্ষার পর আজ রাতেই বাসায় ফিরে আসেন। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়ার এক্সরে, সিটিস্ক্যান, রক্তের পরীক্ষাসহ বেশকিছু পরীক্ষা করা হয়েছে। কাল রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, ‘বেগম জিয়া আগের মতোই আছেন। শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। পাঁচ বছর থেকে কারাবন্দি আছেন, একাকীত্বে আছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এক্সরে, সিটিস্ক্যান, রক্তের পরীক্ষা করা হয়েছে’।
হার্ট ও লিভারের সমস্যার জন্য তার উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, বিদেশি চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।
বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। গতবছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।
এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত বছরের ১৬ই নভেম্বর বিএনপির চেয়ারপারসনের বাসায় গিয়ে ছিলেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আর সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল গতবছর ২২শে আগস্ট।